Monday, April 10, 2023

সেরা ৫ টি ফাইল ম্যানেজার Top 5 file manager

ফাইল ম্যানেজার "File Manager" ব্যবহার করেনা এমন মানুষের সংখ্যা খুব কম। ছোটখাটো অনেক কাজের খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপস ফাইল ম্যানেজার "File Manager"। অনেক আগে ফাইল ম্যানেজার অ্যাপস ডাউনলোড করা লাগলেও বর্তমানে তা ফোনে বিল্ট-ইন দেয়া থাকে। ফোন কোম্পানিগুলো তাদের নিজেদের ইচ্ছেমতো ফাইল ম্যানেজার "File Manager" দিয়ে থাকে যা অনেকের কাছে পছন্দ হয় না এবং ফোনে দেয়া ফাইল ম্যানেজার গুলোতে অনেক সময় কাজের সীমাবদ্ধতা থাকে। তাই আমরা অনেকেই নিজেদের পছন্দমত ফাইল ম্যানেজার "File Manager" ডাউনলোড করে থাকি।  আজকে আমি আলোচনা করব প্লে স্টোরে থাকা সেরা পাঁচটি ফাইল ম্যানেজার "File Manager" নিয়ে -


১। তালিকার প্রথমে আছে গুগলের ফাইল ম্যানেজার "Files by Google" এটি খুব জনপ্রিয় একটি ফাইল ম্যানেজার। বর্তমানে বেশিরভাগ এন্ড্রয়েড ফোনে এই "Files by Google" ফাইল ম্যানেজার built-in দেয়া থাকে। যারা ক্লাসিক লুক পছন্দ করেন তাদের কাছে এটি "Files by Google" খুব পছন্দনীয়। এর জনপ্রিয় হওয়ার অন্যতম একটি কারণ প্রিমিয়াম কোয়ালিটির একটি ফাইল ম্যানেজার ফ্রি পাওয়া এবং এর ডেভেলপার গুগোল হওয়ায় এটি "Files by Google" খুব আস্থাশীল। এছাড়াও এতে রয়েছে দ্রুত ফাইল শেয়ারিং এর ব্যবস্থা। "Files by Google"- এ থাকা "নেয়ার বাই শেয়ার" অপশনের মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার প্রয়োজনীয় ফাইল অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। আপনাকে কোন ফাইল শেয়ারিং অ্যাপস বা শেয়ারইট ব্যবহার করতে হবে না। "Files by Google"-এ আরো রয়েছে "সেভ ফোল্ডার" অপশন যেখান থেকে আপনি যেকোনো ফোল্ডারকে লক করে রাখতে পারবেন। আপনি চাইলে সরাসরি প্লে স্টোর থেকে "Files by Google" ডাউনলোড করতে পারেন - Check out "Files by Google"

২। তালিকার দুই নাম্বারে আছে "X-plore File Manager" আমরা অনেকেই দেখি ফোন স্টোরেজের অনেকাংশ ভরা থাকে কিন্তু বেশিরভাগ মানুষই জানিনা এতে কি রয়েছে। অন্যসব ফাইল ম্যানেজার থেকেও খুঁজে পাওয়া যায় না এই ফাইলগুলো। সাধারণত যার দৈনন্দিন কাজের বাহিরেও অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকেন মূলত এই ফাইল ম্যানেজার "X-plore File Manager" তাদের জন্যই। এই ফাইল ম্যানেজার থেকে আপনি আপনার ফোন স্টোরেজের সেই ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন ফাইল গুলো এডিট এবং ডিলিট করতে পারবেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই ফোনের রুট পারমিশন চালু করতে হবে। এই ফাইল ম্যানেজার "X-plore File Manager" -এ একসাথে কম্পিউটারের মত প্যানেল করে কাজ করতে হয়। রেগুলার কাজের জন্য এই ফাইল ম্যানেজার "X-plore File Manager" এর ডিজাইন একটু কঠিন। তাই যারা রেগুলার কাজের জন্য ফাইল ম্যানেজার খুঁজছেন এটি তাদের জন্য নয়।  Check out "X-plore File Manager"

৩। তালিকার তৃতীয় নাম্বারে আছে "File Manager+" এই ফাইল ম্যানেজারটি ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। যারা আমার মত ঝুট ঝামেলা পছন্দ করেননা এই ফাইল ম্যানেজারটি "File Manager+" তাদের জন্য। একদম ক্লিন একটি ফাইল ম্যানেজার। বেসিক কাজগুলো ছাড়া এখান "File Manager+" -এ তেমন কিছু অ্যাড করা হয়নি তাই খুব দ্রুত চলছিল। এখন পর্যন্ত এখানে বিজ্ঞাপন এড করা হয়নি সম্ভবত পরবর্তী আপডেট বিজ্ঞাপন এড করা হতে পারে। প্লে স্টোরে ৫ স্টার রেটিং করেছেন বেশির ভাগ ব্যবহারকারী। আপনি যদি এমন একটি ফাস্ট ফাইল ম্যানেজার খুঁজে থাকেন তাহলে এই অ্যাপসটি "File Manager+" আপনার জন্যই। প্লে স্টোর থেকে এখনি ডাউনলোড করতে পারেন।
Check out "File Manager+"

৪৷ তালিকার এই পর্যায়ে আছে শাওমির ফাইল ম্যানেজার "File Manager" এটি শাওমির অফিসিয়াল ফাইল ম্যানেজার যা শাওমি নিজেদের ফোনগুলোতে ব্যবহার করে থাকে। এই ফাইল ম্যানেজারটি শাওমি ফোন গুলোতে ভালোভাবে চলে তবে অন্য ফোন গুলোতে একটু স্লো কাজ করছিল। এই ফাইল ম্যানেজার থেকে অন্যসব ফাইল ম্যানেজার এর মতই দৈনন্দিন কাজগুলো করতে পারবেন। তবে বিরক্তির বিষয় হচ্ছে এর built-in অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। যা ফাইল ম্যানেজার ঢুকলেই খুব বিরক্তি আনছে। অ্যাডভান্স লেভেলের তেমন কিছু জেনে নেই যারা শাওমি ফোন ব্যবহারে অভ্যস্ত তাদের বিল্ট-ইন সফটওয়্যার হিসেবে ভালই পারফরম্যান্স দেবে আশা করা যায়।
Check out "File Manager"

৫। পঞ্চম নাম্বারে আমি যে ফাইল ম্যানেজারটি নিয়ে কথা বলবো সেটি খুব অসাধারণ একটি ফাইল ম্যানেজার, আমার কাছে খুব ভালো লেগেছে। এটি হচ্ছে "Es File Explorer pro" এটি আসলে একটি প্রেমিয়াম সফটওয়্যার। 2016-17 দিকে খুব জনপ্রিয় একটি ফাইল ম্যানেজার ছিল "Es File Explorer pro" এটি। এর একটি ফ্রী ভার্শনও ছিল তবে প্লে-স্টোরে এখন অ্যাপস দুটি পাওয়া যায় না। অ্যাপসটির "Es File Explorer pro" প্রেমিয়াম ভার্শনে রেগুলার কাজের বাহিরেও অনেক কাজ করা যায় এবং এর ব্যাকগ্রাউন্ড থেকে শুরুকরে ফন্ট টেক্সট নেভিগেশন বার সবকিছুই কাস্টমাইজ করা যায়। "Es File Explorer pro" যেহেতু একটি প্রিমিয়াম সফটওয়্যার তাই সব ধরনের ফিচার এভেলেবেল আছে। প্লে স্টোর থেকে সফটওয়্যার টি পাবেন না । হয়তো সাবস্ক্রিপশন জটিলতার কারণে অ্যাপস টি প্লে স্টোর থেকে ডেভেলপার সরিয়ে ফেলেছে। তবে আপনি ভিন্ন ওয়েবসাইটে গিয়ে সার্চ দিলে অ্যাপসটির "Es File Explorer pro" প্রেমিয়াম ভার্শন খুঁজে পেতে পারেন।
Check out "Es File Explorer pro"

SHARE THIS

Author:

Silent Globe is a Bangladeshi Blog. Silent Globe was founded in Bogura, Bangladesh.we are written many other publications on blogging, technology, Tips and Trick, gadgets and website strategy.You can find us below social link-

0 comments: